সোনেলাতে বর্তমানে প্রচুর লেখা আসছে । দিন দিন এর পরিমান আরো বেড়ে যাবে।
ব্লগের কোন নীতিমালা এখনো নেই। নীতিমালা দ্রুত প্রস্তুত করা প্রয়োজন ।

অন্যান্য আরো বিষয়ের সাথে এটি অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছিঃ
১ / পোস্ট ফ্লাডিং চলবে না। একজন ব্লগার একের পর এক পোস্ট দিতে পারবেন না ।
২ / দিনে একজন ব্লগার কতটা পোস্ট দিতে পারবেন তা নির্দিষ্ট করা ।

আর একটি প্রস্তাবঃ প্রথম পাতায় ১৫ টি পোস্ট রাখার জন্য অনুরোধ করছি। সাম্প্রতিক মন্তব্য এখন ১০ টি পোস্টের দেখা যায় , এটি ২০ টি করার দাবী জানাচ্ছি।

ব্লগারদের প্রতিঃ
ব্লগের পরিবেশ যাতে সুস্থ এবং শান্ত থাকে এজন্য অনুগ্রহ করে পোস্ট ফ্লাডিং থেকে যেনো বিরত থাকি আমরা। আমরা রোজ একটি বা দুটো পোস্ট দেই , এর বেশী নয় , এমন সিদ্ধান্ত নেই। সোনেলা তো আমাদেরই ব্লগ, লেখাও আমাদের । ধীরে ধীরে প্রকাশ করি সব।

আমরা অন্যের লেখা পড়ে মন্তব্য দিয়ে তাঁকে উৎসাহিত করি। মন্তব্যের মাঝে তাঁর লেখার কোন ভুল ত্রুটি থাকলে ধড়িয়ে দেই । এতে পরবর্তীতে তাঁর লেখার মান আরো উন্নত হবে। শুধু নিজের লেখার মন্তব্যের জবাব নয় , অন্যের লেখায়ও মন্তব্য করা উচিৎ। আমি শুধু আমার লেখার মন্তব্যের জবাব দেব , অন্য কারো লেখা পড়ব না , এটি হলে একসময় কিন্তু আমার লেখাও আর কেউ পড়বেন না ।

সবাই ভালো থাকুন 🙂

গানের পোস্ট বাদ দিয়ে একটি গম্ভীর টাইপের পোস্ট দিয়ে মজাই লাগছে  😛

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ