বোবা জোনাকি//

বন্যা লিপি ২৬ জুলাই ২০২০, রবিবার, ০৫:৪১:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

তাহলে নুয়ে পড়ুক গাছের পাতা-

নুয়ে পড়ুক শিরিশ পাতার অবদমিত প্রত্যাশার ঝালর!

কেউ সুখী হোক তবু কারো বিচ্ছিন্ন হবার গল্প শুনে;

বৃক্ষ থেকে ঝরে পড়ুক অজস্র বাক্যের শব্দ,জমা পড়ুক ঢাকনা দেয়া প্রাগৈতিহাসিক পাথুরে গোপন কোঠরে;উচ্চে আরো উচ্চে ঝুলে আছে চাঁদের সিঁড়ি আর বর্ষার মেঘ!

মাঝখানে নেমে আসে ঝুলন্ত বৃষ্টির তার;

রাশিভারা রাত্রির জেগে থাকা পাপড়ি চেয়ে দেখুক কুঞ্জবনে জোনাকির মৃতদেহের শোক।

আমি ব্যার্থ প্রেমিকের পুষ্পার্ঘ

হয়ে অঞ্জলি দেবো।

ধুলো গুণে গুণে তর্জমা রেখে যাবে বিবাগী বাতাসের পিয়ন!

 

তাহলে- নুয়ে পড়ুক

শিরিশের চিকন ডালের পাতা!

নির্জিব ইট পলেস্তারার শরীরে

নিস্তব্ধতার গল্প বেড়ে বেড়ে ঢেকে দেবে স্বপ্নের কোনো জানাশোনা পোস্টার।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ