বৈশাখী মেলা

সঞ্জয় মালাকার ১৭ এপ্রিল ২০২০, শুক্রবার, ০৫:২৮:৫৭অপরাহ্ন এদেশ ২৩ মন্তব্য

সবাই কে জানাই বৈশাখী আনন্দ ও শুভেচ্ছা।
মেলা মেলা বৈশাখী মেলা,যাবে না কি খেলতে খেলা,
চড়াবো তোকে নাগরদোলায়।

----------------------
নাগরদোলা,,
যাবে কি সই রংয়ের মেলায়
চড়তে নাগর দোলা,
ফোসকা বাদাম চালমুরিতে
কেটে যাবে বেলা,
যাবে কি সই রংয়ের মেলায়
চরতে নাগর দোলা!

সই গো রংয়ে রংয়ে সাঁঝায় কুমার
মেলার চারিপাশ,
সই গো দামেও ভালো, মান ও বেশী
বাংলার এই সাঁঝ,
সই গো নববধূর হাতে গড়া
খোকুর পুতুল নাচ!
সই গো যাবে না-কি রংয়ের মেলায়
চড়তে নাগর দোলা।

কুমার পাড়ার নববধূ নব-রংয়ে সাঁঝে

নতুন সাজে নতুন রঙে,কোকিল ডাকে কুহু সুরে
শিমুল পলাশ ঢালে ঢালে,উড়ছে দেখো
বসন্তের গানে
চৈত্র শেষ বৈশাখীর শুরু , মেলা দিয়েই বছর শুরু
চলছে মেলা জবর ধখল,চলে গেলে পরের বছর
দিন চলেছে দিনের পথে , মেলা না কি বঠের মুলে
চলে গেলে পরের বছর, পূর্ণ করো মনের আসর।

করোনার থাবাতে বৈশাখী আনন্দ বন্দী ঘরে,

  1. ঘরে থাকুন নিরাপদ থাকুন শুভ কামনা
  2. নিজে বাঁচুন দেশকে বাঁচান
  3. পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকুন
  4. সচেতন থাকুন   //
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ