বেশুমার ধ্বংসস্তূপে

ছাইরাছ হেলাল ৩১ জানুয়ারি ২০১৬, রবিবার, ০২:৫৫:০০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

হৈ হল্লায় আর একটি দিন কেটে গেল, রাত্রি সমেত। নিরন্নের শিশুরা যেমন আছে তেমন ই থেকে গেল,
গো-হারা শৈত্য প্রবাহে কুকুর সাথী হয়ে,
শীত,
তোমার মায়াবী অথচ কঠিন চাদরটি নিয়ে একটু এড়িয়ে গেলে পারতে, এ যাত্রার কটা দিন,
নেভানো কয়লায় না হয় রাত কাটাতাম, মিট মিটে মিঠে আগুন জ্বালানোর সাধ্য যে আর বাকী রাখোনি।
ঐ উঁচু দর-দালানের দিকে যাও তো, দেখি পার কিনা হত্যাকলায় হাত মকশো করতে? পার না, তা তো জানি ই,
ভরসা এই নাঙ্গারা ই, বেশ আয়েশ করে টক,ঝাল,মিষ্টি বা শুঁটকির তীব্র গন্ধ মিশিয়ে যা খুশি যেমন খুশি করে খেতে পার,
খাও ও ,যত পার।
বেশুমার শীতে নিরন্ন নিবস্ত্র মৃত্যুর ধ্বংসস্তূপ সে তো তোমাদের ই দখলে।
কাপুরুষতার সীমারেখা টানা গেল এবারে,

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ