বৃষ্টিস্নাত একরাতের গল্প

শাহানা আক্তার ১৫ নভেম্বর ২০১৬, মঙ্গলবার, ০৮:৪২:৪৬অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিটা এইমাত্রই থামলো
হঠাৎই তুমি বলে বসলে...
:বৃষ্টিতো থেমে গেছে...শাড়ি পরে হাঁটবে আমার পাশে?
:হ্যাঁ হাঁটবো...
একবারেই রাজি হয়ে গেলাম

অনেকদিন পর তোমার পাশে হাঁটবো ভেবে উচ্ছ্বসিত আমি
আমার পছন্দ নীল শাড়ি আর তোমার পছন্দ অফ হোয়াইট
তোমার পছন্দটাই আমার কাছে প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক

বলে দিলাম তুমিও সাদা পাঞ্জাবি পরবে...
অফহোয়াইট শাড়ি আর কপালে খয়েরী টিপ পরে ঝটপট তৈরী হচ্ছি...হঠাৎই তোমার কণ্ঠ
:কই হলো তোমার?
:এইতো আসছি দুই মিনিট অপেক্ষা করো প্লিজ...

হড়বড় করে নিচে নেমে এলাম
তোমার থেকে চোখ ফেরানো দায়
সাদা শুভ্র পাঞ্জাবিতে কি চমৎকার লাগছে তোমায়...
তোমার মনোযোগ আকর্ষণ করতেই বলে উঠলাম...
:এতো তাড়াহুড়ো করে তৈরী হয়েছি আমাকে খুব বাজে লাগছে তাই না?
:হয়েছে রাতের পছন্দ হলেই হবে...
কি করে বলি, আমি তোমার জন্য সেজেছি
রাতের জন্য নয়...
তোমার ভালো লাগলেই যে আমার সার্থকতা...

বৃষ্টিস্নাত পিচঢালা পথ
ঝিরিঝিরি হিমেল হাওয়া
এ যেন কেবলই স্বপ্নে হারিয়ে যাওয়া
গন্তব্যহীন পথে হেঁটে চলেছি দুজন,
আবছা আলোয় কেউ কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছিনা
দুটি ছায়া মূর্তি যেন...
কারো মুখেই কোনো কথা নেই
মাঝে মাঝে দুই একটি গাড়ির আনাগোনা
হাঁটতে হাঁটতেই আনমনা হয়ে পড়েছিলাম
তোমার চিৎকারে সমম্বিত ফিরে পেলাম
:গাড়ি!!!.....গাড়ি!!!
:উফ্ একেবারেই খেয়াল করিনি,
:এটা সত্যিই তোমার বাড়াবাড়ি...

হেঁটে হেঁটে শহর থেকে কিছুটা দুরে চলে এসেছি আমরা
ইট পাথরের শহরে সুর্যোদয় দেখা হয়না সেভাবে
তাই আজ সুর্যোদয় দেখবো বলে ঠিক করেছি...
রাস্তার ধারেই ঘাসের উপর বসে পড়লাম দুজন
ভোর হতে আরও কিছুটা সময় বাকি...

এতোটা পথ হেঁটে ক্লান্ত বেশ...
কখন যে তোমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি...
পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেলো
জেগে দেখি তুমি আমার পানে তাকিয়ে রয়েছো ঠায়
যেনো সকল বিপদ থেকে বাঁচাবে বলে পাহারা দিচ্ছো আমায়

পূব আকাশ ফর্সা হলো,
ধীরে ধীরে সূর্য কিরণ পৃথিবীকে স্পর্শ করছে...
অপূর্ব সেই দৃশ্য সকল ক্লান্তি ধুয়ে মুছে একাকার করে দিলো...
এবার তবে ফেরার পালা...

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ