বৃষ্টির রাতে …

শুন্য শুন্যালয় ১০ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ০৬:৫৭:২৭পূর্বাহ্ন বিবিধ ২৭ মন্তব্য

--- কতদিন বলেছি মাঝ রাতে এভাবে ঝড় তুফানের স্রোতে জানালা ধরে ডাকবেনা ।। আমার অস্থিরতায় বিছানায় এপাশ ওপাশ আর তোমার মুচকি হাসি , এ তোমার পুরনো খেলা আমি জানি।।

--- আজ আমার যাওয়া হবেনা কিছুতেই, যতই করো মেঘের হুংকার।।  বলতে বলতে সত্য পুরুষের হাত আলগোছে সরিয়ে দিয়েছি কখন নিজেরই অজান্তে।।

---বৃষ্টি নামিয়ে দিয়েছ চোখে জানি, এটাও তোমার পুরনো খেলা।। অভিমানী তোমার এই বৃষ্টি আমার সহ্য হয়না কিছুতেই ভালো করেই জানো তুমি।। বারবার জেনেও খেলায় মাতি তোমার।। ভেঙ্গে চুড়ে ফেলতে চাই, আবার নতুন করে গড়বো বলে।।

---আমার হেলাফেলায় আধঘুমানো শরির এগিয়ে যায় দরজার দিকে।।

---সত্য পুরুষের প্রশ্ন , কোথায় যাও তুমি? উত্তর টা জানা ছিলোনা, উত্তর দেবার দরকারও ছিলোনা, তবে প্রশ্ন টার খুব দরকার ছিলো।। কোথায় যাই আমি ??????

---মাথার ভেতর প্রশ্নটার বারবার পাহাড়ের প্রতিধ্বনি ।। কখন দরজা খুলেছি জানিনা।। সিঁড়ি পেরিয়ে এসেছি কখন এই ঝুম বৃষ্টির ছাদে জানিনা।।

---এক একটা বৃস্টির ফোঁটায় নিজেকে ভিজিয়ে নিই, উত্তর পেয়েছি আমি।। চিৎকার করে বলছি ,আমি এসেছি তার কাছে।। আমার বৃষ্টি , আমার যাচ্ছেতাই ঝুমবৃষ্টি ।। সমস্ত সমর্পণে তার খেলায় মাতি।। ভেঙ্গে চুড়ে যাই আবার নতুন করে গড়বো বলে।।

 

 

 

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ