বৃষ্টির গান

সঞ্জয় কুমার ১৯ আগস্ট ২০১৪, মঙ্গলবার, ০৫:৪২:১১অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য

আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানি নে, জানি নে
কিছুতেই কেন যে মন লাগে না ।।

এই চঞ্চল সজল পবন-বেগে
উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে ।।

মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান ।

মন হারাবার আজি বেলা
পথ ভুলিবার খেলা
মন চায় …মন চায় …
হৃদয় জড়াতে কারো চির -ঋণে

আজি ঝর ঝর মুখর বাদল দিনে . . .

জানি নে জানি নে … কিছুতে কেন যে মন লাগে না
আজি ঝর ঝর মূখর বাদল দিনে ।

আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি – তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।

হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।

তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম

আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।।
আলোর তরীটিতে
দিন চলে যায়।
আঁধারের মন জ্বলে
তারায় তারায়।
আমার এ মন কেন শুধু আকুলায়
বরষন কোথা যেন হয়েছে।।দিওনা কখনো পিছু
দিওনা আমায়।
সবকিছু পাওয়া হবে
পেলে গো তোমায়।
চোখের জলেতে বেয়ে
সুখ এলো তায়।
আজ মন মোহনায় মিশেছে।।

ডাউনলোড লিংক ১ম কমেন্টে ।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ