বুকেতে দাদীর ছবি-০২

শামীনুল হক হীরা ৯ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৪:১৮:৫৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

দাদাঃ-
এতদিন ভাবলাম আর একটু সময় দেনা,
এমন বউ আনব ঘরে যেন ফুল হাসনাহেনা।

 

নাতিঃ-
দেশের অবস্থা ভয়াবহ টিভি থেকে জানলাম,
করোনা যাবে বউ আসবে একথা মানলাম।

 

দাদাঃ-
লক্ষী ভাই আমার দাদীর কথা বলিসনা আর,
দাদী বিহীন সারাক্ষণি বুকটা করে হাহাকার।

 

নাতিঃ-
যতই বল তুমি বিয়া ছাড়া কাজ হবেনা আর,
এই স্বপ্ন বুকে নিয়েই সারাজীবন করব পার।

 

দাদাঃ-
কথা দিলাম চরম সংকট গেলে হইব বিয়া,
এর পর দুজন হাসব খেলবো দুই বউ নিয়া।

 

নাতিঃ-
খুশী হলাম দাদা সত্যিই যদি করাও বিয়া,
সুখে দুঃখে দিন কাটাবো দুই ভাই মিলিয়া।

 

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ