বুকপকেটের স্মৃতি

ছাইরাছ হেলাল ১৯ মে ২০২১, বুধবার, ০৯:৪৩:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

হৃদপিণ্ড-আঁকড়ে আঁটকে থাকা সময়ের বিহ্বলতা
ফিরে আসে বারে বারে ভেংচি-কেটে,
হেলে-দুলে হেসে-হেসে জড়িয়ে-গড়িয়ে,
সময়ের যাবজ্জীবন খাটা একটুকরো অবিমিশ্র স্মৃতি;

জ্বলন্ত-রৌদ্রে দাঁড়িয়ে নড়বড়ে-নড়নড়ে অতীত-কাতরতার
স্মৃতিগুলো মুছে ফেলে, শুধু-ই উজ্জ্বল ঔজ্জ্বল্যের আলোটুকু
বুকপকেটে পুড়ে, মোক্ষম ঘুম-জাগরণে গুছিয়ে নেয়া স্বরে/ভাষায়,
সামান্যের কতটুকুই-বা ধরে রাখা যায়:
আরম্ভ থেকে শেষ অবধি আলাপের ফাঁকে ফাঁকে
ক্ষণিকের স্মৃতি কাতরতায়!

তবে সত্যি বলতে কী,
লিখিয়েদের মত ভাবতে/কথা বলতে বলতে
জাজ্বল্যমান দু’ফোটা কাঁচের মত গড়িয়ে আনন্দ-বিষাদের
সঙ্গী হতে পারলে, কতই-না টানটান
রক্ত-উষ্ণতার প্রাণ-স্পন্দন শিরা-ধ্মনীতে বয়ে বেড়াত!!

ছবি নেট থেকে।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ