বীরের জননী

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৮ ডিসেম্বর ২০২০, সোমবার, ০৫:৪৮:২৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
বাংলার ধ্বংস লীলা

আর অন্যায় অবিচার দেখে
বসে আছো তুমি
মনে হয় তুমি আমার সন্তান না
কেন মা এ কথা বলছো
আমার সন্তান কাপুরুষ বা ভীতু হতে পারে না
আমি নির্ভীক সন্তানের জননী
যে তার মাকে রক্ষা করবে অন্যায় অনিয়মের হাত থেকে
জোর করে মাকে অন্যরা ভোগ দখল করতে চাইলে
বাঁধা দেবে
রক্ষা করবে মাকে শ্লীলতাহানির হাত থেকে।
ধর মা আমি তোমাকে রক্ষার্থে
শত্রুর আক্রমণে প্রাণ উৎস্বর্গ করলাম
তাহলে মা  তুমি মুক্ত হয়ে কি করবে?
ওরে খোকা তুই শোন
আমার এক সন্তানের জীবনের বিনিময়ে
আমার অনাগত সন্তানের নিরাপত্তা চাই
মুক্তি চাই, মুক্তি
আর যেন আমাকে রক্ষার জন্য
কাউকে জীবন দিতে না হয়?
যাতে আমার অনাগত সন্তানের নিরাপদে
আমার কোলে বিচরণ করতে পারে
যেন সকল কাজ তাদের মতামত দিতে পারে
যেন তারা হয় না আর অধিকার থেকে বঞ্চিত
দেখে না যেন সূর্যের বলয় গ্রাস
মায়ের সম্মুখে সন্তানের লাশ এটা হৃদয় বিদারণ কাজ
তবুও আমাকে রক্ষার্থে তোমাকে যেতে হবে
আমার আগত সকল সন্তান বীর
কাপুরুষ নয়
আমি বীরের জননী
আমি বীরের জননী।
রচনাকালঃ
১৬/০৬/২০২০

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ