বীরবাহু ওমর

জাহাঙ্গীর আলম অপূর্ব ১ জানুয়ারি ২০২১, শুক্রবার, ০৭:০২:২৭পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

অর্ধ পৃথিবীর বাদশাহ তুমি

উমর তোমার নাম
এই ধরাতে তোমার সমতুল
নেই কো কারু দাম।
করছো তুমি রাজ্য শাসন
ধুলার তখতে বসি
খেজুর পাতার প্রাসাদ তােমার
বার বার গেছে খসি।
সাইমুম ঝড় তোমার প্রাসাদ
পড়েছে কত নুয়ে
তবুও তুমি শির দাঁড়িয়ে
অটুট ছিলে ভুঁয়ে।
নিজের সন্তানের অন্যায়ে তুমি
দিয়েছ বড় সাঁজা
তাই তো তুমি আদৌও উমর
সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজা।
নিজের পৃষ্ঠে বহন করে আটা
দিয়েছ বেদুইনে
তা খেয়ে তাদের জীবন
গেছে বাঁচিয়ে।
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ