দেরাজের কোনে পরে থাকা একা নীল খাম -
তার বুকের ভেতর জমে থাকা রোদ্দুর, মেঘ
তার শরীর জুড়ে জমে থাকা ধূলো ; অবসাদ।

কোনের আধাঁর জুড়ে পরে থাকা মৃত কাঠগোলাপের ঝাড় -
তার কন্টকময় শরীর জুড়ে আবছায়া সুখস্মৃতি, বেদনা
আর বুকের ভেতর বিস্তীর্ণ অতীত ; আবছা নীল আকাশ।

সিঁড়ির মুখে বসে নিস্তব্ধতায় ডুবে থাকা বিষন্নতা -
তার বুকের ভেতর অর্ধেক জীবনের হাহাকার।
ভালোবাসার ঘোলাটে আয়নায়, বিলীয়মান মুখ দেখি
এবং চারপাশ ভরাট করে থাকা শুন্যতায় মিশে থাকি আমি,
এইসব টের পাই, চোরাস্রোতের মতোন -
ভালোবাসো বলেই আমি তোমার অন্তর্যামী।

''আমি যে তোমার অন্তর্যামী সে কিন্ত এমনিতেই নই, তুমি আমায় ভালোবাসো বলেই আমি তোমার অন্তর্যামী - বিবেকানন্দ''

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ