বিরতির ঘ্রাণ

হালিম নজরুল ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১২:৪৬:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

সময় কত দ্রুত বয়ে যায়! অতি সন্তর্পনে অতিক্রম করে চলে যায় অচেনা কোন ঠিকানায়। সে কারো কাছেই থাকে না। একজনের কাছ থেকে এসে আবার ফিরে যায় অন্য কারো কাছে। এভাবে আমার কাছ থেকেও সে কেড়ে নিয়েছে বছরের পর বছর। মাত্র ক'দিন হল বন্ধু-বান্ধব-শুভানুধ্যায়ীরা জানিয়ে দিল অর্ধশতকে পা পড়েছে আমার। নানান ধুমধাম, শুভেচ্ছা-অভিননন্দনে সিক্ত করল আমাকে। আর অশ্রুতে সিক্ত হল আমার দুটো চোখের পাতা। না, মৃত্যু আমার দিকে ধেয়ে আসছে বলে কাঁদছি না। কাঁদছি শূন্যতার জন্য। জীবনের এতটা পথ অতিক্রম করলাম, পৃথিবী থেকে শুধু নিয়েই গেলাম, দিতে পারিনি কিছুই। জন্মের পর থেকে অদ্যাবধি যে ভালবাসা পেয়েছি, সে ঋণ কি করে শুধাবো আমি! ঋণ শোধের দায় নিয়ে দু' পাঁচটা লেখা লিখি, কিন্তু সেটাও কারো মনে দাগ কাটার ক্ষমতা রাখে না। পা পড়েছে পঞ্চাশে। সোনেলায় পঞ্চাশতম পোস্ট দিয়েছি বেশ কিছুদিন আগে ! কিভাবে কিভাবে শততম পোস্টও পার করে ফেলেছি। আজ ১০১ তম পোস্টে এসে তাই মনে হচ্ছে এইসব ছাইপাশ লেখা আসলেই অবান্তর। যে লেখা পাঠকের মনকে নাড়া দিতে পারে না তা আসলেই অর্থহীন। জানিনা তেমন করে কবে লিখতে পারব কি না। ততদিন হয়তো নীরব থাকতে হবে আমাকে।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ