বিনোদনের নামে কি হচ্ছে এসব রেডিওতে??

সনেট ১৩ মে ২০১৪, মঙ্গলবার, ১১:০৯:১৯অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

দেশিও টিভি চ্যনেল মানহীন অনুষ্ঠান প্রচার করলেও রেডিও গুলো ভালো অনুষ্ঠান প্রচার করত।।।
কিন্তু সেইদিন গত হয়ে গেছে। এখন রেডিও তেও ক্লাসলেস অনুষ্ঠানই প্রচার করা হয়।।
একসময়ের জনপ্রিয় ভূত এফ এম তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। শ্রোতারা বিরক্ত হয়ে গেছে। লাভ গুরু তো বন্ধই হয়ে গেছে।

আর ABC রেডিও!!!!! সেতো আরেক জঞ্জাল।।
অনুষ্ঠানের নামে "চটি গল্প" শোনানোই যার কাজ। কিবরিয়ার অনুষ্ঠানেগুলো ক্লাসি মানুষেরা পছন্দ করতে পারে আমার বিশ্বাস হয়না। বানোয়াট নিম্নশ্রেণীর ফালতু কিছু গল্প দিয়ে ইমোশনাল মানুষের ইমোশন নিয়ে ধোঁকাবাজি করাই যার প্রধান উদ্দেশ্য।

এদিক থেকে কুঁয়াশা'র একটা জিনিস ভালো লাগে। তারা ভূত এফ এম এর মত ঘটনা সত্য বলে দাবী করেনা।।

আর সাধারন অনুষ্ঠান!!!! সেতো বাংলার ধর্ষক। যে যত বিকৃত বাংলা বলতে পারবে সে তত বড় RJ...

সর্বোপরি রেডিও এখন বিনোদন না রিতিমত টর্চার করার মাধ্যমে পরিণত হয়েছে....

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ