বিদায় রাগিণী

নীলকন্ঠ জয় ২৩ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ০৯:৪৮:২৮অপরাহ্ন কবিতা, বিবিধ ১২ মন্তব্য
"আমিও ঝরে যাবো ঝরা পাতার মত,
শুনতে পাবে বন্ধুরা সব মরমর ধ্বনি শত।
আমিও হারিয়ে যাব নীল আকাশের তারার মত,
নিয়ে যাব সঙ্গী করে এই পৃথিবীর ক্ষত আছে যত।আমিও হারিয়ে যাব রেখে যাব স্মৃতি,
তুমি-আমি, এই পিছুটান হারাবে পূর্ণতা,গতি;
আমিও হারিয়ে যাব করবো স্বীকার নতি,
তোমার-আমার ব্যবধান হবে সহস্র ক্রোষ অতি।

আমিও ছেড়ে যাব বন্ধু আছে যত,
এই ধরণীর মায়াময় সংসারে আর যাতনা কত?
আমিও মুছে ফেলবো নয়ন,দুঃখকে করে গত,
স্বপ্নডানায় পাখা মেলে জানাবো বিদায় সতত। "

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ