বিচ্ছেদ বেদনা কষ্ট।

মোঃ মজিবর রহমান ১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ০১:২৩:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

কষ্ট বেদনা জাগে হৃদয়ে

কেউ বোঝেনা চেহারাতে।

সবাই বলতে পারে স্বইচ্ছায়

পারিনা আমি, মরি অন্তর জ্বালায়।

আমারও যে মন আছে

উপলধ্বি হয়না সবার হিয়াতে।

বিচ্ছেদ বড় ব্যাথার, বড় জ্বালার

জমা বুকের অভ্যন্তর  বেদনার

আমায় কাঁদায় ক্ষনে ক্ষণে বহুবার।

কে আছে বল, একা একা থাকতে

কে আছে বল, সংগিহীন থাকতে

কে আছে বল ঘরহীন বাঁচতে?

আমি চাই সবার মাঝে থাকতে

পারিনা তাহা কোন কারণেতে।

বিচ্ছেদ বেদনা কষ্ট

জীবনেরই বুঝি অংশ।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ