বিকেলদের হাতছানি

ছাইরাছ হেলাল ৬ জানুয়ারি ২০১৬, বুধবার, ০৯:০৫:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪২ মন্তব্য

ঝক্‌ঝকে সন্ধ্যার শীতল জ্যোৎস্নায় বা বিকেলের সোনা রোদে হাতছানি দেয় ঐ কাছ-দিগন্ত, বলে মরে যেতে,
ম্যারাথন ভালোবাসায়। বর্ষ শেষের চিকেন উৎসব অনেক তো হলো, উঁচু-নিচুর দরদিয়া যাতনা, নিভৃতের পথে হাঁটা,
হেঁটেই পার হওয়া, এক ঝুড়ি প্রশ্ন মাথায়।
থমকে দাঁড়াই সশব্দে পাতা মাড়ানোয়, ভাবছি ছুঁড়ে দেব কিনা প্রশ্নবাণ!! নাকি বানপ্রস্থে গমন প্রত্যাগমন।
এই তো বেশ, মেকি প্রত্যুষের মত শান্ত শীতল অনাত্মীয় বাতাস, স্তর বিভক্তির স্তরগুলো বিবাদ-বিসম্বাদের স্রোতে ভাসে।
তেজস্বী প্রশ্বাসে দ্রুততর পথ মাড়াই, যেতে হবে দূর বহুদূর অসময়ের সময়কে সঙ্গী করে,
ভূমি মাতা মাতৃভূমি, জাগো, জাগাও,
কাছে-দূরের হৈ-হল্লায় ইঁদুর কলে আঁটকে পড়া বিবক্ষা জীবনকে ছুঁয়ে যায় বিঘতের নিঃস্ব বাতাস,
মহুয়া পরাণপরশ আমাকে ছোঁয় ই না যুবাবস্থায়, ছুঁতমার্গ এড়িয়ে,

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ