বাবা

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার, ০৯:১৪:১৫পূর্বাহ্ন ছড়া ৮ মন্তব্য

৪+৪/৪+২

বাবা তুমি আমার কাছে

আনন্দ আর হাসি

তোমায় ছাড়া আমি শুধু

নয়ন জলে ভাসি।

ছেলেবেলার ইচ্ছে খুশি

ধরেছি যে বায়না,

তোমাক ছাড়া আমার মনে

আর তো কিছু চাইনা।

বাবা তুমি ছিলে আমার

নিত্য খেলার সাথী,

আঁধার রাতে চলার পথে

চাঁদের মতো বাতি।

বাবা তুমি সুখের জন্য

খেটেছো যে বেলা,

গায়ের ঘামে হয়েছে যে

জল সাগরে মেলা।

বাবা তুমি আমার কাছে

বৃক্ষের মতো ছায়া,

এই ধরাতে তোমার মতো

নেই যে সুন্দর কায়া।

রচনাকালঃ
২২/০৬/২০২১

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ