** বাংলা শব্দ ভান্ডার ** পর্ব ২

ঘুড্ডির পাইলট ২০ অক্টোবর ২০১৪, সোমবার, ০৮:৩৩:৫৬অপরাহ্ন বিবিধ ৩১ মন্তব্য

এর আগের পোস্টে কিছু অদ্ভুত বাংলা শব্দ সংরক্ষন করেছি যার প্রতি শব্দগুলো আমরা জানি । আজকে আরও কিছু শব্দ মনে এসেছে এগুলো এই পোস্টে সংরক্ষন করলাম ।
গত কয়েকদিনে যে শব্দগুলো মনে এসেছে সেগুলো পালিয়ে যাওয়ার আগেই পেন্সিলে টুকে রেখেছি সোনেলায় সংরক্ষনের জন্য ! 🙂

দেশিক :
এর প্রতিশব্দ হলো পথিক । পর্যটক , ভ্রমন পিপাসু মানুষ এর ক্ষেত্রেও এটা ব্যবহার করা যাবে ।

দেশাচার :
অনাচার অত্যচার এর মতো মিল আছে এই মজার শব্দটির কিন্তু প্রতিশব্দ হলো দেশের রীতি । এখানে বলে রাখা ভালো রীতি বলতে কোন দেশের আইনকে বোঝায় না । সাধারনত সকলে মেনে চলে কিন্তু রাষ্ট্রের চালক-কতৃপক্ষ কতৃক অবশ্য মেনে চলা বাধ্যতামুলক নয় এমন বিষয় গুলো রীতি , যেমন ১লা বৈশাখে অংশ নেওয়া আমাদের রীতি কিন্তু এর জন্য রাষ্ট্র আমাদের বাধ্য করে না ।
অতএব ১লা বৈশাখ আমাদের দেশিক ! বা রীতি ।

দেবত্র :
যারা জমিজমা সংক্রান্ত বিষয়ে ভালো ধারনা রাখেন তারা বুঝবেন । হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মিয় উপাসনা উপলক্ষ্যে জমি দান করলে সেটাকে দেবত্র সম্পত্তি বলা হয় ।
আমি যেখান থেকে শব্দটি শিখেছি সেখানে বলা আছে দেব-সেবার্থ-দত্ত হতে দেবত্র শব্দটি এসেছে । অর্থাত দেব দেবীর সেবায় দান করা মুল্যবান বস্তু (জমি জমা)।
অতএব
প্রেয়সিকে দেবীর সাথে তুলনা করলে নিজেকে দেবত্র ঘোষনা করার সমুহ একটি সুযোগ থেকে যায় বর্তমানের প্রেমের কবিদের :p

গৃহগোধা , গৃহগোধিকা :
শুনতে অদ্ভুদ তাই না ? এর অর্থ হলো টিকটিকি :D)

শ্রীমুখ :
যতোদুর জানি শব্দটির অর্থ শোভামুখ , কিন্তু ছোটবেলায় আমার গ্রামের অনেক বয়স্ক হিন্দু ব্যাক্তিদের চিঠিতে সম্বধনমুলক শব্দ হিসাবে শ্রীমুখ শব্দটির ব্যবহার আমি দেখেছি ।

শৌন্ড :
এর অর্থ হচ্ছে মাতাল বা মদ্যপান এর পরে নিজের উপর নিয়ন্ত্রন হাড়ানো ব্যাক্তি । 😉
শৌন্ডিক :
এর অর্থ হলো যে ব্যাক্তি মদ প্রস্তুত করেন । :p

শ্রব্যকাব্য :
খুব সহজ ভাষায় বলা যায় রেডিওতে আমরা যেসব কবিতা গান নাটক শুনি সেগুলোই শ্রব্যকাব্য । যা চোখে না দেখে কানে শুনি সেটাই শ্রব্যকাব্য । ছোটবেলায় আমি বহু শ্রব্যকাব্য শুনেছি , খুলনা বেতার কেন্দ্র হতে সম্প্রচারিত ছায়াছবির গানের অনুষ্ঠান গিতালী 🙂

ছিদুর :
দুস্টু বুদ্ধি সম্পন্য মানুষ ! ধুর্ত ।

চৈত্রী :
চৈত্র মাসের পুর্নিমার প্রতিশব্দ চৈত্রী । ( এটা আমার প্রিয় শব্দ গুলোর মধ্যে একটি )

আমি যেসব শব্দ এখানে সংরক্ষন করছি তা পুর্বে লিপিবদ্ধ আকারে নেই ! তাই কখনো এমন হতে পারে যে একই শব্দের পুন:সংরক্ষন ভ্রম আমা কতৃক সংঘটিত হতে পারে ! তাই মার্জনা প্রত্যাশি 🙂

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ