বসন্ত বিলাস

অনন্য অর্ণব ২ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০১:৪৪:৩২অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

যদি আরো একটি বিকেল কভু আসে জীবনে
এই ঝরা পাতার মর্মর শব্দের মতো সুর তুলে-
কোন চঞ্চল চপল চারুলতার বনে,
আমি ছুঁয়ে দেবো তোর কোমল দুটি হাত ঐ ধূসর গোধূলির মতো করে-
সেই বসন্তে; প্রেমোন্মাতাল কোন সাঁঝের বেলায় ।।

যে চলন ছন্দে বিমুগ্ধ ঐ পাপিয়ার দল,
শঙ্কিত ময়ূরীর প্রসারিত পুচ্ছ আজ হয়েছে বিহ্বল,
লজ্জায় নত যতো সুন্দর ঐ প্রকৃতির -
আমি এই বিকেলটা ফিরে ফিরে চাই বারেবার।।

ও পলাশ ও শিমুল ও কি লাবণ্য লহরী পারুলের,
ম্লান তার সবখানি বসন্ত বিহারিনী পুষ্পরাজ গোলাপের,
আঁখি মেলে উঁকি মারে পিয়ে তোর রূপসুধা রূপমাধুরী-
আমি শুধু ছুঁয়ে চলি কোমল পেলব তোর সরু তনুখানি।।

অধরে অধর চেপে যেটুকু সময় আজ ছিলে মোর সাথে,
সহস্র জনম যেন পেরিয়ে এসেছি আমি এই শেষ প্রাতে,
এই মধুপুর আর এই শাল-শালিকের বনে ভাওয়ালের গড়,
সহস্র জনম ধরে স্বাক্ষী রহিলো পড়ে আমাদের প্রেমোপাখ্যানে।।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ