বসন্তবিলাপ

রেহানা বীথি ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ১০:০৪:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

 

যতদূরে গেলে দীর্ঘ ঊ-কারের অস্তিত্ব মুছে যায়,
ঠিক ততটাই দূরে গিয়ে বসে আছি। ফেরাতে চাও? বৃথা চেষ্টা।
ফিরতে চাও? সে চেষ্টাও বৃথাই জেনো।
ফুলের দিকে তাকিয়ে শিমুল গাছে হেলান দিয়ে দেখো, আঘাত পাবে।
শেকড়ের বিস্তারে দু'দণ্ড জিরিয়ে নিতে মন চাইলেও
অজস্র ভাবনার আক্রমণে হবে জর্জরিত
কেন এ মানবজন্ম?
আজন্ম বিষে হই কেন নীলকণ্ঠ?
কেন প্রেম বসন্তে, শুনি যদি বসন্তবিলাপ?
আরও অনেক প্রশ্ন আসবে, শেষ নেই।
শেষ নেই পথেরও।
খোলা আছে, খোলা থাকে কোনও না কোনওটা।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ