বনিয়াদি শাড়ি

প্রলয় সাহা ২৮ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ১০:৪৩:০৪অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

ggg-widow_Fotor_Fotor_Collage_Fotor_Fotor

তুমি অনেকদিন ধরে বলেছিলে
সাদা মেঘগুলো কি সুন্দর তাই না!
আমি গুমোট হাসি হেসে বলেছিলাম, হ্যাঁ তাই তো।
তুমি সেদিন বায়না করেছিলে সামনের শপিং-এ গেলে,
তোমার ঠিক ওইরকম শাড়ি চাই-ই চাই।
কোন কিছু ভেবে চিন্তে না পেয়ে বলেছিলাম;
আমার যাওয়া লাগবে না
দু'দিন পর বাড়ির কেউনা কেউ এসে,
তোমাকে জোর করে ওই শাড়ি পরিয়ে দিবে
চোখের জল ধরে রাখতে পারবে তো তখন?
তুমি অবাক্ হয়ে বলেছিলে মানে কি এসব কথার!
মানেটা আজ নিশ্চয়ই জানা হয়ে গেছে প্রিয়তমা?
আসলে সত্যি কথা বলতে গেলে।
সত্যি কথা!
হাসি পাচ্ছে প্রিয় বধূ আমার; যদিও তোমাকে দেখাতে পারছি না
বলতেও পারছি না সত্য বলেছি বলেই, তোমার কপালে আর আমি নেই।
জানো প্রিয়তমা আমি ভাবতেই পারছি না কথার কথাটা এভাবে ফলে যাবে,
একের পর এক আঘাত পরেছে তোমার কথা চিন্তা না করে।
জানো একটুও কষ্ট হয়নি।
তবে এখন হচ্ছে, তোমার পরনে বনিয়াদি শাড়ি দেখে।
কিন্তু আমি এমনট দেখতে চাইনি।
আর চাইনি বলেই আমার হাতে ছিল তোমার জন্য কেনা,
তোমার প্রিয় নীল রঙের সিল্কের শাড়ি।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ