একদিন

প্রলয় সাহা ১৪ সেপ্টেম্বর ২০১৬, বুধবার, ০৬:৫৬:১৯পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

একদিন তোমায় দেখবো বলে,
মানস করেছিলাম
সংসার-ধর্ম ত্যাগ করে
বাসনার চাটাই বিছিয়ে দিয়েছিলাম-
মন বারান্দায়।
ভেবেছিলাম পরান পাখিটি
এই বুঝি গেল উড়ে
তোমার আঙিনার চারপাশে
করবে কিচিরমিচির।
কিন্তু তা আর হলো কোথায়!
খাঁচার পাখিটি পায়ে শিকল বেঁধে,
বিরহের সুর তুলে ঠোঁটে
দিন যায়, রাত যায়,
সুর কি আর থামানো যায়!
জিজ্ঞেস করেছিলাম তাকে একবার
তুই কি তাকে দেখতে যাবি না!
গাইবি না গান তার আঙিনায়?
সংখ্যা দুই এর মত বসে,
উত্তর দিলো;
সময় বৈঈমান,আমার কি দোষ
তাতে!
যাবই একদিন ভিজে-পুড়ে,
দেখবো কে আমাকে ঠেকায়?
ওই একদিনটা শুধু একদিনই হবে-
ভেবে দেখ বলে রাখলাম ।।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ