আমার যাওয়া হলো না

প্রলয় সাহা ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার, ০৮:৪১:৪১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

widowFotor_Fotor_Collage_Fotors
কাল তোমাকে কত করে বলেছি
যাবে কোথায়? পারলে নিয়ে যেও
লাল শাড়ি পরে নিব, হাতে শাখা-পলা
কপাল আর সিঁথি রাখবো রাঙিয়ে
শুনলে না, একদম শুনলে না
গেলে তো গেলেই একা- একবারও তাকালে না।

দেখ আজ আমার পরনে সাদা মেঘ
সমুদ্রের জোয়ারে হাত দু'টোও খালি
কপাল আর সিঁথিতে আবীর আর-
ঠাঁই নিবে না বলে দিয়েছে,
কি করি বলোতো? হচ্ছে রাগ
রাগ হওয়াটা কি স্বাভাবিক না বলো!
আমার চারদিকে-যে ঘিরে আছে শোকের পাহাড়।।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ