ফুলজোরের সাথে হঠাৎ দেখা,

সিরাজগঞ্জ অববাহিকায়.... নুপূরে ছন্দ তুলে বয়ে বেড়ায় সে....ক্লান্তি শেষে যমুনায় গিয়ে মিশে। ভরা যৌবনে রূপ যেন তার উথলিয়ে পরে। রূপে মাতোয়ারা বিন্দু তখন থমকে দাড়ায়।রুটি রুজি কাজের দৌরাত্ম্যেকে কিঞ্চিত থামিয়ে দিয়ে.....বিন্দু তখন রূপ নদীতে ঝাপিয়ে পরে। সিনান করে সাঁতার কেটে রূপের সুধা মিটিয়ে শেষে......প্রেম যমুনায় হারাতে গিয়ে......চরমে যখন মরমও উধাও। হারিয়ে যায় সে.....ফিরে ফিরে চায় তব....আবার কবে দেখা হবে এই মোহনায় ।

 

ফুলজোর যমুনায় মিশে, ফুলজোর বিন্দুতেও মিশে।ঝড় তুলে বুকে, ঢেউ দিয়ে হৃদয়ে....বিন্দুকে সে বিদায় জানায়......আবার আসিও কাছে......বসিও এসে পারে......হৃদয়ে ঝংকার তুলে এমনি ভাবে,  আমায় যদি কখনো মনে পরে।

 

যদি কখনো মনে পরে,

আসিও বন্ধু..... আসিও আবার,

আমার কাছে.....আমার বুকে,

এই মোহনায়।

কোন এক শরতে কিংবা নব বর্ষায়।

 

ফুলজোড় একটি নদীর নাম,

বন্যাকান্দি,উল্লাহ পারা,সিরাজগঞ্জ।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ