পড়তে-লিখতে ভালো লাগে

ছাইরাছ হেলাল ২১ জুলাই ২০২১, বুধবার, ০৩:৫৮:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

দিন-ক্ষণের নিরিখ নেই, নেই দিন বা রাত্রির ঘণ্টা-মিনিট,
বৃষ্টি বা ঘন-তাপ, আনন্দ-বেদনা হাসি-তামাসা কটু-ফুর্তি,
খেতে খেতে ঘুমুতে ঘুমুতে ঘুমিয়ে ঘুমিয়ে শুধুই
পড়তে/লিখতে ইচ্ছে করে; ইদে-ও;

গাছ-পাথর লতা-পাতা ফুল-পাখি ইট-কাঠ নিরেট দেয়াল,
সবার সাথে কথা বলতে/শুনতে ইচ্ছে করে, শুনি, শুনে শুনে লিখিও;
এ এক অনিন্দ্য সুন্দর বন্ধুত্ব, দ্বিধা দ্বন্দ্বের বর্হি-সীমায়,
সবুজ-গোলাপ ভালোবাসা;

উঁচু চৈতন্যের আদিখ্যেতা নেই, সামান্যের খড় বিচুলিতে
শুধুই জাবরকাটা, শিশু-আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে
অবিচ্ছিন্ন থেকে সুশ্রী-ধুলোবালিতে সারাক্ষণের গড়াগড়ি
সময়-হীন কাল ধরে, নিঃশ্বাস প্রশ্বাসে শুধুই পড়ে-লিখে যাওয়া;

রমণীয় ভাস্কর্যে চোখ লাগিয়ে হাসাহাসি করা,শৈল্পিক শৃঙ্খলা ভেঙ্গে,
মিথ্যে-মিথ্যির খোলস তুলে, অবরুদ্ধের দেয়াল টপকে
শুধুই লিখে যাওয়া, নিদ্রা-হরণ নটীদের পাশ কাটিয়ে।

ছবি নেটের।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ