প্রেমের একাল সেকাল ।

সঞ্জয় কুমার ৪ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ১০:৩৯:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

স
বর্তমানে প্রেম অনেকটা মোবাইলের মত , নতুন আরেকটা ভার্সন বাজারে আসলে আগেরটা ব্যাকডেটেট অর্থাৎ বাতিল ।

ফেসবুকিং , রাত জেগে মোবাইলে কথা বলা , সম্পর্ক একটু গাড় হলে দেখা করা , এরপর লিটনের ফ্লাটে রুম ডেট , সামান্য ব্যাপার নিয়ে কথা কাটাকাটি অতপর ফেসবুকে রিলেশনশীপ চেঞ্জ , ব্রেকআপ ।

ব্যাস গেম ওভার । এই হলো বর্তমানের প্রেম ।

এমনও শোনা এবং দেখা গেছে । ভার্চুয়াল রিলেশনশীপ বাস্তবে ব্রেকআপ হওয়ার পর মেয়েটির ক্ষতি ই বেশী হয় । রুম ডেটের কুফল অনেকাংশেই ভোগ করতে হয় মেয়েটিকে । ফলশ্রুতিতে দেখাযায় অনেক মেয়েই বাধ্যহয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ।

এমনকি আপনার আপলোডকৃত ফেসবুকের ছবি ও খারাপ ব্লগে বা প্রকাশিত হতে পারে ।

এজন্যই বর্তমানের ভার্চুয়াল প্রেম আমার একেবারেই ভাল লাগে না ।

তাঁর টাইপ করা মেসেজ এর চেয়ে । তাঁর হাতে লেখা চিঠি আমার কাছে বেশী প্রিয় । চিঠির প্রতিটি অক্ষরের কালিতে তার হাতের ছোঁয়া । বার বার পড়লেও পড়ার নেশা শেষ হবে না ।

স্কাইপিতে তাঁকে দেখার চেয়ে । জোৎনা রাতে চাঁদের আয়নাতে তাঁর মুখচ্ছবি দেখতে বেশী ভাল লাগে ।

শুনেছি প্রাচীনকালে প্রেমিক প্রেমিকা রা দুই জন একসাথে আকাশের চাঁদ দেখত । চাঁদে মিলন হত তাদের দৃষ্টির । তখন চাঁদের আয়নাতে একে অপরকে দেখতে পেত ।

প্রেম আর প্রকৃতি একসুত্রে বাঁধা । তাঁকে যান্ত্রিক করতে চাইলে প্রেম থাকবে কিন্তু প্রেমের প্রাণ থাকবে না । ব্যাপারটা হবে অনেকটা ফুলদানিতে রাখা প্লাস্টিকের ফুলের মতন, যার বাহ্যিক সৌন্দর্য হয়ত আছে কিন্তু সৌরভ নেই , সে ফুলে কখনো মৌমাছি বসে না ।

প্রযুক্তি যত খুঁশি উন্নত হোক । কিন্তু তুমি আর আমি আগের মতই থাকব ।

পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে ।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ