মনে হয় যেন এটি আমারই কলেজ লাইফ , আপনারও তাই মনে হবে ।

ক্লাসরুম (ব্যান্ড: পৃথিবী)
--------------------------

ক্লাসরুমের নামে শুধু অসময়ে
রাস্তা পেরিয়ে ছুটির ঘন্টা
আমি তার অপেক্ষায়

চার তলা সিড়ি বেয়ে ক্যান্টিনে
লুকোচুরি মন ভাবে ধুর
ভাবে যদি একটু সে তাকায়

বোকা সেলফোন তার নেই
কেটে তার ছবি
এভাবেই তো জন্মায়
আমাদের মত শত কবি।

কলেজের সব বন্ধুরা বলে
আয়নায় মুখ দেখে আয়
আমি জানি আমি ভালোবাসি তোমায়
জানিনা বলবো কি করে তোমায়।

নিয়েছি পিছু আজ কলেজ ছুটির
বড় সস্তা বিকেল বেলায়
কখনো গড়িয়া হাটের মোড়
নন্দন চত্ত্বর, বাস স্টপের অপেক্ষায়
দেখেছি তোমায় তুমি দেখেছ আড়াল থেকে
ভালোবাসা ছিল চোখে
মায়ের বকুনি অসহায়
চিঠি লেখা খাতায়
বুক বেধে কোন সুখে।

বন্ধু আমি দাড়িয়ে আছি
কলেজের গেটে অপেক্ষায়
চিটি হাতে কত কথা
লেখা তোমায়
একটু হলেও পড় খুলে
ভালোবাসা যদি নাইবা দিলে
তবু আমি থাকবো অপেক্ষায়।

এই ভাবে ঠিক কেটে গেল কতটা সময়
মানুষ সহজেই ধরা দেয় না
তাকে নিজেই চিনে নিতে হয়
তুমি চাইতে সপ্তাহে পাচদিন
সাজানো সুখের পরিবার
শনি রবি বার স্বামীর হাত ধরে
সিসিডি বাস সিটি সেন্টার।

আমার ছিলোনা দেওয়ার কিছু
ছিল শুধু গান
আর কবিতার খোরাক
আর জন্মদিনের দিন
হাতে লেখা গান আর একগুচ্ছ ফুলের তোড়া
তুমি জানালেনা ঠিকই সুখে আছো ভেবে
জানি ব্যস্ত সোনার সংসার
আমার সেই ছেড়া জীন্স
বয়স বেড়ে যাওয়া
ছেড়া চিঠি পুরোনো গীটার।

বন্ধু আমি দাড়িয়ে আছি
কলেজের গেটে অপেক্ষায়
চিঠি হাতে কত কথা
লেখা তোমায়
একটু হলেও পড় খুলে
ভালোবাসা যদি নাইবা দিলে
তবু আমি থাকবো অপেক্ষায় ।

সাউন্ড ক্লাউড লিংক 

ইউ টিউব লিংক

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ