প্রিয় কবি ‘রুদ্র’

রিতু জাহান ১৬ অক্টোবর ২০১৭, সোমবার, ০৪:০৭:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

গতরাতে যা লিখেছি,
ধরে নাও, উড়িয়ে দিলাম ঐ নীল আকাশে, তোমার তরে।
তোমার নীলের বুকে হোক তার আশ্রয়। এক ফোটা সাদা মেঘে তার ছবি একেঁ নিও
তোমার বুকের একবিন্দু নীল ঢেলে দিও তাতে
তোমার শব্দের ছোঁয়ায় ও একবিন্দু নীলে
বিবর্ণ সে সব শব্দে আমার প্রাণ আসুক।
বলেছিলে ভালো থেকো,
ভালো আছি, কবি
ভালো থেকো ওপারে তুমিও।

কবি রুদ্রর জন্ম দিনে বিনম্র শ্রদ্ধা।
ছোটবেলায় দু'বার গিয়েছিলাম বড় আপার সাথে মিঠেখালির বাড়িতে। শিমু আপা, বাণী আপা, ববি আপা, বড় আপা একসাথে পড়তো।

,,,,,,,, মৌনতা রিতু,,,,,,,
১৬/১০/১৭

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ