প্রার্থী

জাহাঙ্গীর আলম অপূর্ব ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৬:১৭:০৪অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

হে জীবনের মালিক  

তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
যদি জন্ম দাও দাসত্বমুক্ত জীবন দিয়ো
দিয়ো না কো কভু দাসের জীবন
তাহলে পারব না বহন করতে এই
নির্যাতিত নিপীড়িত মানব জীবন
পাব না তো মানব হিসাবে কোনো অধিকার
পারব না দিতে কোনো মতামত
তাই শৃঙ্খল মুক্ত জীবন আমার কাম্য।
হে মৃত্যুর মালিক
তোমার কাছে  আমার করজোড়ে এই নিবেদন
যদি মৃত্যু দাও তবে সহজ মৃত্যু দিয়ো আমারে
ক্ষয় করো এই ধরা থেকে
কঠিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারব না
তা না হলে, আমারে দিয়ো না
এই মানব জীবন
সহজ মৃত্যু আমার কাম্য হে সৃষ্টিকর্তা।
হে সুখের মালিক
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
আমার জীবনে যতটুকু সুখ প্রয়োজন
ততটুকু দিয়ো সুখ
তার চেয়েছে বেশি  চাই না
কিন্তু তুমি কভু কষ্ট দিয়ো না
তাহলে এ জীবন বহন করতে পারব না।
হে দুঃখের মালিক
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
তুমি কভু কারু জীবনে দুংখ দিয়ো না
কেন মানব অতি দুর্বল
সহ্য করতে পারবে না
দুঃখের চক্র সক্রিয় রেখে না কভু
তাহলে মানব জীবন বহন করতে পারব না
জীবনকে সুখের চক্রে রেখে
তাতে ধন্য হবে মানব জীবন।
রচনাকালঃ
০১/১২/২০২০
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ