প্রাপ্তি অ-প্রাপ্তির ব্যাঞ্জনা

শিরিন হক ২৮ অক্টোবর ২০১৯, সোমবার, ১০:৫৮:০৮পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

তোমাকে সত্যান্বেষী ভেবে বারবার আমি হেড়ে যাই।
আমি তোমার আলোয় আলোকিত হতে যেয়ে নিক্ষিপ্ত হই আধাঁরের গুহায়।
প্রতিনিয়ত শেকল ভাঙার গান কানে প্রতিধ্বনিত হয়
নতুন প্রহরের প্রত্যাশায় ।
তোমার মৌনতা দিশেহারা করে দেয় আমায়।
তোমার চোখের গভীরতায় আমি নেই কোথাও!

আলোর অন্বেষণে আজন্মকাল অপেক্ষার প্রহর গুনে গুনে ক্লান্ত আমি।
তুমি বিশালতার মূর্ত প্রতীক হয়ে সামনে দাঁড়িয়ে সব কুলষিত ক্ষত মুছে দিতে পারোনি।
আমি ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র হই,
পায়ের নিচে মাটি সরে যায় আমার
যতবার তোমাকে স্পর্শ করতে যাই...
সংশয়ের অতলে ডুবে যাই।

কতো ত্যাগ কতো বিরহ...
চাপিয়ে দেয়া কিছু নিয়মের ভার বড্ডো ভারি হয়ে গেছে।
তবুও দাঁড়িয়ে আছি ঠাঁয়!

বুক পাঁজরে গাঁথা অভিমান বেসামাল নাটাই ছাড়া ঘুড়ি আজ।
দায়সারা শব্দ গুলো এখন কেবল প্রতীয়মান।
প্রাপ্তি অপ্রাপ্তির ব্যাঞ্জন বর্ণে শত রঙের প্রলেপে ভঙ্গুরতা কমেনা।
জানলার শার্শিতে প্রাপ্তি অ-প্রাপ্তির ব্যাঞ্জনা,
শত রঙের প্রলেপে কমেনা দৃশ্যত ভঙ্গুর চিত্রায়ন।
খুঁজে যাই পাণ্ডুলিপির হারিয়ে যাওয়া কিছু শব্দ।
খুঁজে যাই সেই তোমায়...

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ