প্রলাপ-০১

রকিব লিখন ২৯ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ১১:৩৫:২৭অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

কথার উল্লাসে ঝলসে ওঠে হৃদয় রাজপথ
দুর্মূল্যের এই হাটে চালাই অসম কাব্যরথ
উন্মাদ বসন্ত আমার ফেরারী যৌবন বোধে
পাপ পূন্যের ব্যবধানে তা কী আর রোধে
জন্মান্ধ কাপালিক আমি নিত্য বেচি মন
ভ্রমর আর ফুলে ঘটায় অপূর্ব মিলন
হৃদয় নদে ভাসে কৃষ্ণ কুমারীর আঁচল
যে আমার নিয়েছিল কয় ফোঁটা জল
আমি তো ঋণী সেই আঁচলের ছায়ায়
মোহ বোধে বেঁধেছিল হৃদয়ের মায়ায়
কাব্যহীন ধূসর পথে বাক্যহীন প্রলাপ
সে আমায় ভালবেসে দিয়েছে গোলাপ।।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ