প্রমাণিত

প্রলয় সাহা ৮ জুলাই ২০১৬, শুক্রবার, ০৪:৩২:৩৩অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

turned_Fotor_Fotorb
বেঁচে আছি তা প্রমান করার জন্য
রাতে বাদুড় হয়ে এগাছ থেকে ওগাছে করেছি নৃত্য
কি লাভ হলো?
তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব থেকে খিস্তি শুনতে হয় সন্ধ্যে অবধি।
লাভ ক্ষতির হিসেবে মাঝে মাঝে অনেকের মত আমিও তাকে সন্দেহ করি
কিসের বিশ্বাস!
কিসের বাস্তবতা!
মাথাটা মোটেও করিনি বিক্রি।
আমার সকল কাজের জন্য আমিই দায়ী
তুই কেউ না শালা
হ্যাঁ, যা বলছি ঘৃণায় বলছি; যদিও আমি তোকে আগে-
আঁপনি, তুমি কিংবা ঈশ্বর ডাকতাম।
তবে কি জানিস?
মরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তোকে চেনা যায়
নামে মাত্র ঈশ্বর তুই সত্যিই হারামজাদা।
আর জেনে রাখ- সত্যি বলতে জানলে,
বাদুড়ের মুখেও ফুল চন্দন পড়ে।।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ