প্রথম যন্ত্রণার শেষ ট্রেন

অনন্য অর্ণব ১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ১২:১৯:৩২পূর্বাহ্ন কবিতা ৩৬ মন্তব্য

রাতের শেষ ট্রেনে সে গিয়েছে চলে- বহুদূরের পথে,
পেছনের নির্জন প্ল্যাটফর্মে পড়ে আছে একটা বিষন্ন ঝিঁঝিঁ-
স্টেশনের লোকারণ্যের মাঝেও যে ভীষণ রকম একা
বোবা কান্নায় কেবল ভেঙ্গে চৌচির তার পাঁজরের ডায়াগ্রাম।।

এখানে কষ্টের রং নীল হয়না বরং জল রংয়ের মোড়কে ঢাকা
শুঁয়োপোকার গর্ভে যখন প্রিয়জনের প্রস্থান হয় সম্মোহিত
কষ্টগুলো কর্তার মনের রং জড়িয়ে নেয় গায়ের চাদরে
কেবল ঝকঝক শব্দের তোড়ে চাপা পড়ে কান্নার রোল ।।

আহত স্বপ্নের নিঃশ্বাস ভারী হয়ে আসে বেদুইন রাতের নির্জনে
মরুর গভীরে থমকে দাঁড়ায় হৃদপিন্ডের টিকটিক ঘড়ি,
তারপর উচ্চাঙ্গ তানে উপছে পড়ে রুদ্ধদ্বার কটাক্ষ কান্নার ঢেউ-
রেল লাইনের মতোই সমান্তরালে চলতে থাকে ঝিঁঝিঁ আর তার নিঃসঙ্গতা।।

জল্লাদ রাত্রির হাতে নির্লিপ্ত ভাবে নিজেকে তুলে দেয় নির্ভীক ক্লান্ত প্রেমিক
প্রাণ পাখি উড়ে যায় শুঁয়োপোকার নিষিক্ত লার্ভা ধরে-
ল্যাম্পপোস্টের আড়ালে ভেংচি কাটে অভিশপ্ত পেঁচাদের দল
আর কতো এভাবে কাঁদাবে আমায় বলো হে নিষ্ঠুর মহাকাল।।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ