আমি যাকে ভালোবাসি
তার আশাতে থাকি,
কাতর স্বরে বিজন ঘরে
তারে আমি ডাকি।

যার আশাতে প্রতি প্রহর
দুয়ার খুলে রাখি,
যার ফোনের ওই কলের জন্য
রাত জাগা ওই পাখি।

বিজন ঘরে একলা বসে
ভাবি পাখির কথা,
কথা ছিলো আসবে বোলে
দিলো প্রাণে ব্যথা।

প্রতীক্ষিত পাখির কথা
পড়ে শুধু মনে,
কেন সে যে এমন করে
ভাবছি ক্ষণে ক্ষণে।

তারি আশায় এই জনমের
পথটি গেলে কাটি
বিজন পথে সুজন নেই তাই
একা একা হাটি।

রচনাকালঃ
১৮/০৭/২০২১

৪+৪/৪+২
-------------------------------
অহংকার
জাহাঙ্গীর আলম অপূর্ব

অহংকার ওই পতনের মূল
বিজ্ঞ জনে কয়,
অহংকারীর সঙ্গীসাথী
কভু কেহ নয়।

অহংকারের চূড়ায় উঠে
দেখায় কত বল
পরকালে পাবে তুমি
কৃতকর্মের ফল।

প্রাচুর্যের ভাই মধ্যে থাকে
যতোই করো ছল,
মৃত্যুর দূতের কাছের তোমার
হবে সবি জল।

কর্ম যেমন ফল তেমনি
শাস্ত্র বলে তাই,
ইতিহাস ভাই সাক্ষী আছে
রেহাই তো পায় নাই।

সবি ভুলে একত্র হয়ে
গায় মানবের গান,
সকল অহং চুর্ণ হোক ভাই
জুড়ক মন আর প্রাণ।

রচনাকালঃ
১৮/০৭/২০২১