পৃথিবীর পথে

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৩ জানুয়ারি ২০২১, বুধবার, ১০:৫৩:৩৮পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
এই গগন নক্ষত্রের তলে
আছে অজস্র লোকালয়
এই পৃথিবীর অজানা দীর্ঘ পথ
দৃপ্ত পায়ে হেঁটে হেঁটে
দূর্গম দূর্ভেদ্য অন্ধকার
আমি অতিক্রম করতে চাই
দেখব আমি পৃথিবীর অপার
সৌন্দর্য ঘুরে ঘুরে
প্রকৃতির সম্ভারে প্রবেশ করে
কখনো উঠব পাহাড় পর্বতে
কখনো ও বা পাখির ডানায় ভর করে
দেখব অপার সৌন্দর্য
সত্যি সত্যি দেখব আমি পৃথিবীর অপার
সৌন্দর্য ঘুরে ঘুরে
দৃষ্টির অগোচরে রয়ে গেল আমার
কত দেশ বিদেশে কত কত রাজধানী
সেই তুলনায় আমি পৃথিবীর ক্ষুদ্র প্রাণী
দেখনি কখনো স্নিগ্ধ দুপুর দোয়েলের নাচানাচি
শুনিনি কখনো বসন্তের ভোরে কোকিলের গান
আমি পৃথিবীর পথে যেতে যেতে
সকল জরাজীর্ণ কাটিয়ে দিব
দেখব সকল অপার সৌন্দর্য
তাতে আমার শেষ হবে
এই ধরা অভিলাষ।
রচনাকালঃ
১৯/১২/২০২০

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ