পুড়ে যাচ্ছে সব

মনিরুজ্জামান অনিক ২০ জুলাই ২০২২, বুধবার, ০৯:১০:৫৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

আমি কি নির্মম ভাবে মারা যাচ্ছি তুমি কি টের পাচ্ছো?

এই যে সন্ধ্যের আলো ফিকে হয়ে আসে দৃষ্টিহীন আঁধারে, এই যে মানুষগুলো কি নির্মম ভাবে নীরব হয়ে যাচ্ছে কোলাহল এড়িয়ে, তুমি কি টের পাচ্ছো!

 

তোমার জন্য ভালোবাসার মখমলে সেলাই করা শার্টের ভেতর একটা গোলাপ আজো ফুটে আছে

তার সুবাস তোমার কাছে কি আদৌ পৌছেছে? 

 

তোমার চশমার স্বচ্ছ কাঁচে কুয়াশার যে প্রলেপ লেগে আছে, সে চশমা খুলে যদি দেখতে পেতে আমার বুকে

পাকা শস্য কি নিদারুণ খরায় পুড়ে যাচ্ছে

কি নির্মম ভাবে হত্যা করা হচ্ছে ভেতরের মানুষটাকে 

যদি দেখতে!! 

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ