ক্রমাগত হেঁটে যাচ্ছি শব্দ-হীনতার দিকে
সূর্যাস্ত-বেলায়, শুধুই একাকী, একাকীর পথে;
হতে পারে, সামান্য অপেক্ষা, দৈব- দেবতার,
পূর্ণচন্দ্রের জ্যোৎস্নার মতো।
আপনাপন সান্ধ্য-মোড়ে হাজির আজ
অসংখ্য আনন্দ-দেবতা।

এক কালের প্রচণ্ড-সুহৃদ স্বদলে পাশ কাটিয়ে
ব্যস্ততায় চালু রেখেছে রাত্রির আনন্দ-কৌশল,
প্রবল কামের তেজ-অক্সিজেন গায়ে মেখে!!
এ এক না-ফেরার-ভেলা, ইচ্ছে উদাসীনতায়;

চাঁদের আকাশ-জালে নড়েচড়ে ওঠে
আলগোছে লুকিয়ে রাখা এক টুকরো নীলাকাশ
জিয়ন কাঠির ছোঁয়ায়, তুচ্ছ সবকিছু ছুঁড়ে ফেলে
অণু-নক্ষত্রের বুকে চিবুক চেপে, জেগে থাকি, একাকী।

ছবি নেটের।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ