পারিবারিক শিক্ষা

খাদিজাতুল কুবরা ২৬ জুন ২০২০, শুক্রবার, ০৮:৫২:৩২অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

পৃথিবী আনবিক অস্ত্রে সাজুক,মানুষ যদি হয় মানবিক,

ক্ষুধার্ত, নিগৃহীত মানুষের মুখের একেকটি হাসি হবে একেকটি স্বর্ণপদক!

রক্তে রাঙ্গাতে হবেনা রাজপথ,

নিজ পরিবার, আত্মীয় পড়শীর প্রতি যথাকর্তব্য করাই হোক

আমাদের প্রতিমুহূর্তের দীপ্ত শপথ ।

মানুষ মানুষের জন্য,

এই মূলমন্ত্রের চর্চা হলে প্রতিটি অন্তরে,

খুন, ধর্ষণ, হানাহানি রাহাজানি থাকবে না আর পৃথিবীর পরে।

আসলে মানুষ প্রথমে নিজ পরিবার থেকেই অমানবিকতা দেখে, ঠকতে ঠকাতে শিখে,

একটি নিষ্পাপ ভ্রূণ বাবা মায়ের মানসিকতার ধারক,

সে পৃথিবীর পরিচয় পায় সেই নিরিখে।

জন্মের আগেই নিপীড়িত মায়ের জঠরে কুঁকড়ে থাকা শিশু কি করে সাহসী বীরপুরুষ হবে,

কিংবা বিদুষী মাদার তেরেসার আদল পাবে?

ভাই - ভাইকে, বোনকে তার ন্যায্য থেকে বঞ্চিত করে,

পড়শী পড়শীর সুখে পরশ্রীকাতর হয়ে পড়ে,

গরীব আত্মীয়কে সাহায্য দূরের কথা পরিচয় দিতে কুণ্ঠাবোধ করে,

এসব দেখে বড় হওয়া শিশুটি দেশের সুনাগরিক হবে কি করে?

পারিবারিক সম্প্রীতি আর  সুশৃঙ্খলতাই পারে একেকটি মহামানবের জন্ম দিতে।

আমাদেরকেই গড়ে তুলতে হবে সেই মানুষ, পুষ্পসম নিষ্কলুষ পৃথিবীর নেতৃত্বে।

ছবি নেটের

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ