পাখিটি ফিরে আসে না

দালান জাহান ১৭ জুন ২০২০, বুধবার, ০১:০৪:২৭অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

পাখিটি আর ফিরে আসে না
হৃদয়ের খাঁচা ভেঙে ওড়ে যায় বসন্ত দেবী
যে শুধু মরতেই ভালোবেসে
বাঁচতে ভালোবাসে না
কালের ক্ষত বুকে নিয়ে নিয়ে
ফিরে আসে অন্তঃসত্ত্বা মাধবী মেঘ
যে হাসতে গেলেই ঢেকে ফেলে রোদ
খসে পড়ে অন্ধ পাহাড়
ধ্বনিত বাতাসে ছিঁড়ে পড়ে
সাদা ভাল্লুকের সাদা কান্না
যে যন্ত্রণায় অসীম বছর বোবা বৃক্ষ
হাসে না আর হাসে না
পাখির মতো বড়ো হয়ে ফিরে আসে
পাখিটির শ্রমিক সন্তান
পাখিটি ফিরে আসে না!  পাখিটি ফিরে আসে না।
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ