পাওয়া না-পাওয়া

নীরা সাদীয়া ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:৪০:০০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য
  • আমি ভীষণ অবাক হয়ে ভাবি,
    যা দেখে একটু আগেই হেসে কুটি কুটি হয়েছিলাম, তা দেখে এখন আর হাসি পাচ্ছে না। যা আমাকে একবার হাসিয়ে ফেলেছে, তা আর দ্বিতীয় বার হাসাতে পারবে না। যে চোখে তাকালে এক সময় প্রেম জাগতো, সে চোখে আজ শুধুই যন্ত্রণা। প্রেমও এমন, একবার পেয়ে গেলে আর দ্বিতীয় বার পেতে ইচ্ছে করে না। আর যা না পাওয়া হয়ে থাকে তাই অনেক আকাঙ্ক্ষার, অনেক প্রত্যাশার, অনেক মূল্যবান।

আসলে আমরা প্রাপ্তিগুলোকে আঁকড়ে বাঁচি না, বাঁচি অপ্রাপ্তি গুলোকে মুঠোবন্দী করে। আমাদের হৃদয়ের যতটুকু ক্ষত বিক্ষত ততটুকুই বাঁচতে বলে, নতুন কিছু পাবার জন্য, যন্ত্রণায় মলম দেবার জন্য। সবকিছু পাওয়া হয়ে গেলে আর বাঁচতে মন চায় না।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ