পরিশুদ্ধ মহাশূন্য

ছাইরাছ হেলাল ৩০ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৫:৪৭:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

 

(আমার)শব্দেরা আঁকাবাঁকা নদীর মত,
ছুটে যায় দৃষ্টি সীমা পেরিয়ে দূর-জল-সীমায়,
পাল্টে যাওয়া ছবির মত, গ্রীষ্ম ও বর্ষা ঋতুর মত।

প্রতিটি শব্দ, নিরাভরণ সুখে কাছে এসে জানতে চায়,
কোথায় কী-কী লুকিয়ে রেখেছি, লুকিয়ে ফেলেছি;

সাড়া দেব দেব করে বলা হয় না,
পরিশুদ্ধ মহাশূন্যে স্পষ্ট-স্পষ্টতার মাঝে কত-কী পড়ে আছে,
চূড়ান্তের মত সতেজ মসৃণ স্ফটিক স্বচ্ছতায়;
মাটিচাপা বিবর্ণতা সেখানে পৌঁছায়-না,
সন্দেহ, ঈর্ষা আর অনাত্মীয়তা অর্থহীন সেখানে,
বিস্মৃতির ভড়ং-ও;
শহুরে ফেনিল শোরগোল তাপহীন।

ছবি নেট থেকে।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ