পরাজিত

নীলকন্ঠ জয় ২৫ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ১২:৫২:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ ১৬ মন্তব্য

বিচ্ছিন্ন জীবণ, বিচ্ছিন্ন ক্ষণ-
নিস্তবতার মাঝে আমি একজন,
একাকি অসহ্য প্রহর-
কাটে না সময় কিংবা ঘোর।

পরাজিত আমি সময়ের কাছে,
জীবন নামক কাব্য ধারার কাছে।
পরাজিত প্রহর ভাঙ্গা-
নিস্তব্দতার কাছে, কাক ডাকা ভোরের কাছে।

পরাজিত আমি বিবেক দহনে-
কিংবা একমুঠো হতাশার ছলনে।
পরাজিত তাই ভীড়েছি-
জীবন্মৃতের দলে, পুড়ছি কুন্ডহীন অনলে।

বিচ্ছিন্ন জীবণ, বিচ্ছিন্ন ক্ষণ,
ভাবনাহীন ছলনে আমি সেই জন।
একাকি অসহ্য প্রহর-
হাতড়ে খুঁজি আলোকময় কোন এক ভোর।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ