পদ্ম দীঘির ধারে

জাহাঙ্গীর আলম অপূর্ব ৬ জানুয়ারি ২০২১, বুধবার, ১০:২০:৩৪পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
  1. পদ্ম দীঘির ধারে
  2. লাইন সারে সারে,
  3. বাহারি  রকমের হাসে
  4. ফিরে দেখি পাছে,
  5. করে ওরা স্নান
  6. দূর হয় ম্লান।
  7. বসে দেখ শিশু
  8. পদ্মফুলের কিছু,
  9. জলের ঢেউয়ে নাচে
  10. পাতা ভেসে আছে।
  11. মাছরাঙা ধরে মাছে
  12. বসে আছে কদমগাছে,
  13. কচ্ছপ ভেসে উঠে তীরে
  14. শীতকালের রৌদ্রের দুপুরে।
  15. পাশ দিয়ে যায় নারী
  16. শালুকে তার আঁচল ভারী,
  17. পানকৌড়ি ধরে মাছ
  18. পদ্ম দীঘিতে পদ্ম থাকে বারো মাস।
  19. বিকেল হলে ছেলেমেয়েরা
  20. দেখতে আসে পদ্ম ফুল
  21. জমিরের এই দীঘিতে
  22. ডুবেছে সাত কুল।
  23. প্রিয়জনের শোকে জমির
  24. বসে থাকে তটে
  25. লোকজন দেখলে জমির
  26. দৌড়িয়ে নামে ঘাটে।
  27. রচনাকালঃ
  28. ১১/০৯/২০২০
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ