পঙতি

পাগলা জাঈদ ১৭ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ০৮:৫০:৩৯অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

বিমুর্ত প্রহরে খুঁজে ফিরি বীভৎস গদ্যের তৎসম বিন্যাস
ধাপের পরে ধাপ, অপেক্ষার আড়ালে অপেক্ষা
হিস্টিরিয়া গ্রস্থ বাক্যেরা বশ মানতে নারাজ,
আমার আঙুলে ষোড়শী তৃষ্ণা
অভিধানের স্তন ঘাটতে থাকা তীক্ষ্ণ নখর পুরদস্তুর আদিম পুরুষ,
বিধ্বস্ত সাহিত্যের আর্তঃচিৎকার,
অতঃপর সাগর সঙ্গম।

আজ আমি জন্ম দিব পঙতি নামক বুক বিলাস।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ