নোটবুকে আনন্দ-বেদনা

ছাইরাছ হেলাল ২৯ নভেম্বর ২০২০, রবিবার, ১১:২৩:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

 

নোটবুকে লিখে রাখা লেখা, কখন আনমনে কী-না-কী ভেবে না-ভেবে
লিখে রেখেছি ভুলো মনে, মনের ভুলে, এখন আর মনে নেই, মনে রাখিনি,
রাখতে চাইনি, চাই-ও না।

হঠাৎ কিছু কাল, কিছু দিন পরে, খুঁজে-পেতে দেখি প্রতিটি আঁকে কত কী লিখে রেখেছি,
চমকে উঠে কথা বলা রেখারা/লেখাগুলো হেই হেই কলরবে মাতে,
এন্তার অভিযোগ মেলে রাখে/ধরে,লুকিয়ে রেখেছি কি না,
ফেলে দিতে চেয়েছি কী-না, ফেলে দিচ্ছি/দেব কী না!!

ছবি নেটের।

এই যে কুয়াশা-মাখা শিউলি-ভোর, প্রত্ন ভোরের মত দাগ রেখে যাওয়া,
দাগ ফেলে যাওয়া, ফিরে ফিরে আসে, জানান দেয়, একান্ত গভীর, গভীর
কোন অনুভব, অনুভার, অনুযোগ, অনুশুয়া, অধরা রেখার আঁকে কত কত কিছু!!

জীবন, চুপচাপ ভুল-ভাল ক্ষত চিহ্নের আনন্দ বিহ্বলতা, ফাঁকায় পড়ে থাকা
অনাবাদী অগোছালো বনফুল, অধরা জীবনের একান্ত নীরবের আলস্য-সীমানায়,
প্রচল-ছেঁড়া বিন্যাসে আনন্দ-বেদনার অনুষঙ্গী।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ