নেপথ্য গল্প

খাদিজাতুল কুবরা ২৪ আগস্ট ২০২০, সোমবার, ০৩:২৯:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

দৈব ক্রমে পঁচা শামুকে পা কেটেছে,
পঁচন ও ধরেছিলো।
না পঁচা অঙ্গ রাখা গেলোনা, ফেলতে হয়েছে।
ভাঙা পা খাদে পড়েছে!
বারবার, বহুবার, অজস্র বার!
না মুখ থুবড়ে পড়ে থাকিনি উঠে দাঁড়িয়েছি প্রতিবার।
শুধু একটি ভুল হয়েছে আবার,
অসংযত ভাবাবেগে ভালোবাসার খাদে পড়েছি,
ভেবেছিলাম পেতে চলেছি একটি শক্ত কাঁধ,
অনুভূতির গিরিখাতে ডুবে সবটুকু নিখাঁদ
ভালোবাসা উজাড় করে দিতে ভাবিনি দু'বার।
না,কারুর দোষ নয়,দোষ অসাবধানী আমার।
তাই ভুলের খেসারত দিতে কার্পণ্য করিনি,
কষ্ট পেয়েছি, হাউমাউ করে কেঁদেছি
ভনিতা করে দুঃখ লুকাইনি,
এ ভার আর নিজের মধ্যে রাখিনি,
চোখের জলে প্রেমের সলিল সমাধি স্তম্ভ ভাসিয়েছি।
জল শুকিয়ে সেখানে এখন চর জেগেছে,
আমি শুধু ফসল  বুনে চলেছি,
আর আমার পুনরায় উঠে দাঁড়ানোর গল্প লিখছি।
আশা একটাই আর কেউ যেন আমার মতো
অসতর্ক না হয়।
নিজেকে ভালোবাসতে হয়, অন্য কাঁধের ভরসা নয়।
দিনশেষে কেউ কারও নয়।

০৯/০৮/২০২০ইং

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ