নীল চিরকুট

অনন্য অর্ণব ২৫ নভেম্বর ২০২০, বুধবার, ০১:১৮:২২অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
  1. গল্পের দ্বিতীয় অধ্যায় পুনরুত্থিত হোক -

তোমার অলিখিত অঙ্গীকারের ভগ্নাংশে ভর করে

পৃথিবীর প্রতি পরতে লিখে যাবো নীল চিরকুটে

আহত হৃদয়ের প্রতিটি দীর্ঘশ্বাস- নীল পান্ডুলিপি ।।

 

একদিন গাঙচিলের ডানায় ভর করে উড়িয়েছিলাম

প্রজাপতি রঙের স্বপ্নগুলো, তোমার আমার আমাদের,

অনাগত দিন অদেখা ভবিষ্যৎ একসাথে দেবো পাড়ি -

তুমি খেই হারালে- নিছক কিছু অলীক কল্পনায় ।।

 

এখনো কুয়াশায় ম্রিয়মাণ জোছনার মতো দ্যুতিহীন -

সোনালী অতীত উঁকি মারে হৃদয়ের বাম অলিন্দে ,

অমাবস্যার নিকষ কালো অন্ধকারে পথভ্রষ্ট পথিকের মতো

আমিও অহর্নিশি খুঁজে ফিরি তোমার অশরীরী উপস্থিতি।।

 

কিছু কথা লিখে রেখো সময়ের মহাকাব্যে নৈবেদ্য অশ্রু-নীরে-

যেভাবে ভুলেছ পথ ছেড়ে গেলে স্বপ্নের সোনালি কুটির

একদিন তোমাকেও বেছে নিতে হয় না যেনো -

এমনি পথের খোঁজে বাউন্ডুলে জীবনের স্বপ্ন সুনিবিড় ।।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ