নীলিমা

নীলকন্ঠ জয় ২৬ সেপ্টেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ১০:৫৩:৪৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ ১৪ মন্তব্য

নীলিমা, তোমায় আর লিখব না,
এ চিঠিই যেন শেষ চিঠি হয়।
এ চিঠি ভাসিয়ে দিব জলে;
শুন্যে অথবা দুরন্ত খোলা হাওয়ায়।

নীলিমা, তোমায় আর ডাকবনা,
এ ডাক যদি নাইবা শুনতে চাও।
আমার কথাকলি ধ্বনিত হবে-
তোমার কানে কানে, যে দিগন্তেই হারাও।

নীলিমা, তোমায় আর ভাবব না,
এ ভাবনায় দুঃখ পেতে হয়।
আমার ভাবনা মুছে ফেলব-
তোমার দোয়ারে কিংবা দুঃস্মৃতির আঙিনায়।

নিলিমা, তোমায় ভালো আর বাসব না,
এ ভালোবাসায় স্বার্থপরতারই ঠাই।
আমার ভালোবাসার কফিনে-
তোমার স্মৃতিকে দিলাম ফেলে,জানালাম বিদায়।

~নীলকন্ঠ জয়।
২৬/০৯/১৩ ইং, সকাল ১০টা ৫০ মিনিট।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ