সোনেলা ব্লগের পক্ষ থেকে সোনেলার সন্মানিত পাঠক, ব্লগার, শুভাকাঙ্ক্ষী, ব্লগ টিম সহ সবাইকে  ঈদ উল আজহা এবং দুর্গাপুজোয়  শুভেচ্ছা। আমাদের প্রিয় মাতৃভূমি যেন থাকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে, এ লক্ষ্যে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই।

দিনদিন সোনেলার পরিধি বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই অনেক নূতন ব্লগার সোনেলায় নিবন্ধিত হচ্ছেন। তাই কিছুদিন পরপর সবাইকে মনে করিয়ে দেয়া এবং নুতন ব্লগারদের অবহিতির জন্য , সোনেলায় নিবন্ধন, লগইন, নীতিমালা সমূহ সম্পর্কে অবগত করানোর জন্য পূর্বে বিভিন্ন সময়ে দেয়া পোষ্টের লিংক দেয়া হল এখানে।

সোনেলায় একটি নীতিমালা আছে, যা ব্লগারদের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়েছিলো ।
নীতিমালা টি এখানে দেখা যাবে।

কিভাবে সোনেলায় নিজের নামে একটি ব্লগ খুলবেন তা লেখা আছে এই পোস্টে।
নিবন্ধন, লগইন এবং অন্যান্য তথ্য

পোষ্ট করার পূর্বে যে সমস্ত বিষয়ে একজন ব্লগার দৃষ্টি দিবেন সে বিষয়ে লেখা আছে এই পোস্টে।
বিভাগ নির্বাচন, পোষ্টের সংখ্যা ইত্যাদি বিষয়ে তথ্য

সোনেলা ব্লগ আন্তরিক ভাবেই বিশ্বাস করে যে, এটি আপনাদের ব্লগ। কোন সিদ্ধান্ত সোনেলা ব্লগ ইচ্ছে মত চাপিয়ে দেয় না। যে কোন সিদ্ধান্ত ব্লগারদের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়।

সোনেলার উন্নয়নের জন্য আপনার গুরুত্বপূর্ণ মতামত আশা করছি আমরা।

 

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ